বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

মাহবুব রহমান এর ৩টি কবিতা

মাহবুব রহমান এর ৩টি কবিতা

মাহবুব রহমান এর ৩টি কবিতা

১. তোমাকে
তোমাকে কতদিন দেখিনি
তবুও স্মৃতির আয়নায়,
এক জোড়া চোখ
ভেসে ওঠে উদাসী হাওয়ায়।
বুকের ভেতরে জলোচ্ছ্বাসের ঢেউ
সে কথা বুঝেছ তুমি
আর বোঝেনি কেউ।
বিকেলের সোনালী রোদ ছায়া ফেলে
পাখির ডানায়,
মেঘ বলিকা ছবি আঁকে
সাঝের বেলায় জোনাকির পাখায়
আঁধারে দুখের পিদিম জ্বেলে
কী বলিতে চায়।
এতদিন পরে কেন মনে হয়-
পুরনো সেই অভিমান।
তবুও ফিরে আসি
নতজানু হই তোমারই কাছে,
ভিক্ষেমাগি করুন সুরে
বিষন্ন সন্ধ্যায়।
সমুদ্র স্নানে যাবো বলে.
কত কাল কেটেছে স্বপ্নের জাল বুনে,
তবুও হয়নি দেখা
কোন দিন আমাদের কোন ফাগুনে।
কোনদিন আসিবে না আর
এই অবেলায়,
তাই চোখের নোনা জলে-
ভালোবাসা ভেসে যায় ।
কেঁদে ওঠে মন দারুন অভিমানে,
ভেসে যাও তুমি-
অসীম শূন্যতায় মেঘের ভীড়ে,
বসে আছি আমি
কবে ভালবেসে,
কে ভিড়াবে নৌকা
তৃষিত যমুনার তীরে।

২. জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কী আগের মতোই আছ?
তোমার শরীর ছুঁইয়ে জলপাই পাতার সবুজ
কেমন করে তোমাকে ঘিরে আছে,
এ সব খুব জানতে ইচ্ছে করে।
রাতের নির্জনতায়
দক্ষিণা বাতাস ছড়ায় দীর্ঘশ্বাস
করুন সুরে এটি পাখি ডাকে
মধ্যরাতে আমার অঙ্গিনায়।
ঘুম আসে না চোখে,
দেখি নীল সমুদ্রে তুমি
সূর্য¯স্নানে তোমার লজ্জা বিলিয়ে দিয়েছ
বালুর বিছানায়।
খুব জানতে ইচ্ছে করে
এখনো তোমার ফুল্ল কুসুমিত ষোলটি বসন্ত ছুঁইয়ে
কতটা মাতাল হাওয়া মহুয়া ফুলে সুবাস ছড়ায়,
কতটা জল বাড়ে পদ্মা-মেঘনা-যমুনায়।
কতটা রাত গভীর হলে তোমার বুকে
চাঁদের আলো ঢেউ খেলে যায়।
খুব জানতে ইচ্ছে করে রাতের নির্জতা ভেঙে
যখন সঙ্গমরত পাখিরা আনন্দে পাখা ঝাপটায়,
তখন খুব জানতে ইচ্ছে করে
তুমি কী আগের মতই আছো?
ঠিক যেমন সকাল বেলার রোদ ঝলমল
শিশির কনা সবুজ ঘাসের ডগায় চুম্বনরত বালিকার মত
ঠোঁট ছুঁইয়ে যায়।
খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই বালিকার মত
এখনো অদৃশ্য কারো ঠোঁটে ছুঁইয়ে যাও,
এমন স্বপ্নে তোমার মন কি কখনো হয়েছে উধাও ?
হয়তো বা হবে না কোনিদিন আমাদের সমুদ্র ¯স্নান
হয়তো সবুজের সীমানা ছেড়ে পাহাড়ের ঝর্নার জলে
হবে না শোনা কোন দিন জীবনের গান।
তবুও ইচ্ছে করে
একদিন আমরাও পাখি হবো
হবো ফুলের সৌরভ, আকাশের ক্যানভাসে এঁকে দিব
ভালোবাসার রঙ উজার করে।

৩. হয়তো একদিন
আমাদের হয়তো একদিন হবে দেখা
সেই চেনা পথ ধরে,
উত্তাল পদ্মায় কিংবা ধানসিঁড়ি নদীটির তীরে।
হয়তো সেদিন চেনা মুখের ভীড়ে
থাকবে না তুমি, হলুদ পাতার বিষন্মতায়
ক্লান্তির ছায়া মেখে ভালোবাসার পাখিরা
শেষ বিকলে ফিরিবে আপন নীড়ে,
ভালোবাসা বেদনায়।
এই মারী ও মড়ক মন্বন্তর শেষে,
হয়তো আবারও একদিন-
আমাদের দেখা হবে,
কালো রাত কেটে যাবে
নবান্নের উৎসবে দেখা হবে দু’জনায়।
সেদিন আমরা নদী হবো, ভালোবাসার ফল্গুধারায়
ভাসাবো সপ্ত ডিঙ্গা-
অথৈই সাগর কিনারায়।
এই কালো রাত কেটে যাক,
মুঁছে যাক পৃথিবীর যত অভিশাপ,
শ্মশানের চিতাগুলো ফুল হয়ে ফুটুক,
কবরের মাটিগুলো জীবনের গান গেয়ে যাক।
দু’চোখে এই স্বপ্নের ছায়া মেখে,
হয়তো একদিন ভোরের শিশির ভেজা সকালে
বকুল বিছানো পথে,
সূর্যের আলতা রাঙা পায়।
তুমি আসবে হেঁটে
আমি বসে আছি
সেদিনের অপেক্ষায়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge