তিস্তার তীরে
শাশ্বত ভট্টাচার্য
অবিরল জলের ধারায় গ্রন্থপাঠ সেরে
মুখস্থ স্বপ্নেরা ভেড়ে,
ভাসান ভাসান বলে চিৎকার ছড়ায়।
কোথায় ভাসান ?
কোন সুদূরের প্রিয়তম পথের দুধারে
কারা এসে ফেসবুক ফেসবুক খেলা করে,
কারা এসে দুধেল গাইয়ের বাটে মুখ রেখে
নিষ্ফল দৃষ্টিতে দেখে
অবিরল চিৎকার করে যায়,
ব্যান্ড বাজায়
সারিবদ্ধ যাত্রার সঙের মতো।
কারা এসে প্রপাতের নাল ধরে টানে অসভ্য ধীমান।
তিস্তার তীরে এই এইসব
ভাবনার নিঃশব্দ কলরব
বাউকুমটা বাতাসের নাচন
জলস্রোতের অশ্লীল ঘূর্ণন
ভাসান ভাসান বলে চিৎকার তুলে দিয়ে যায়।
ভাসানই হয়তো ভালো
হয়তো জোড়ালো
দুধেল গাইয়ের বাট
জনসভায় ক্রিজ করা পাজামা পাঞ্জাবির ঠাঁট
ফেসবুকে অক্ষম বীর্য আস্ফালন
মধ্যরাতের স্বপ্নচলন
তিস্তার তীব্র তীরে
বিদ্ধ হয়ে ভেসে যাক ধীরে
অক্ষম আকাশের দিকে।
Leave a Reply