মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পাশে আছি’র ঈদের নতুন জামা বিতরণ

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পাশে আছি’র ঈদের নতুন জামা বিতরণ

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পাশে আছি’র ঈদের নতুন জামা বিতরণ
পাতা প্রকাশ প্রতিবেদক >>

স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পাশে আছি এবারেও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে। সোমবার বদরগন্জ জেলার শংকরপুর মন্ডলপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের ঈদের জামা ও মায়েদের শাড়ি দেয়া হয়। এবছর ৭০ জন শিশুদের ঈদের জামা ও ৪২ জন মাকে দেয়া হয় শাড়ি। বরাবরের মতো উপহার বিতরণের পর সবাইকে নিয়ে ইফতার করা হয়।

এয়াজনে উপস্থিত ছিলেন, কবি ও মানব দরদী হেলেন আরা সিডনি কবি এবং ডা. রহমান মোস্তাফিজ, সাংবাদিক মাহফুজুল ইসলাম প্রিন্স, ডা: ফেরদৌস রহমান পলাশ, কবি ও সাংবাদিক রেজাউল করিম জীবন, কবি শ্যামলী বিনতে আমজাদ, শিক্ষক কলি কানিজ, তানজিলা লাবনী, মাসুদ জামান, কাবিরুজ্জামান আর সুরাইয়া শারমিন এবং আশে-পাশে সকল গ্রাম থেকে আমন্ত্রিত অতিথিরা।

এবছর সহায়তা করেন, ডা: মোস্তাফিজুর রহমান (প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল), ডা: ফেরদৌস রহমান পলাশ (প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিশু বিশেষজ্ঞ), স্বাত্ত্বিক শাহ আল মারুফ , ডা: তানভীর হোসেন লিটন, ইয়ামিন বসুনিয়া, বিলকিস সুলতানা শিরি, চশমে জাহান ছায়া, মাসুদা আরা লাহোর, রাহাত সেলিনা, জেসমিন আরা ম্যানিলা, রেজাউল হাফিজ সেতু, কলি কানিজ, শামসে আরা পারভীন, জেসমিন মনা, তামজিদুল ইসলাম ফরহাদ, বাবলী বেগম, মাহবুবা মনোয়ার ডেনী, শাহিদা বেগম রত্না, রোকসানা ফিরোজ রুকু, বেগম রোকেয়া, সামীম আরা দিলরুবা, নাহরিন আক্তার, শাহিনা সুলতানা , মনিরা পারভীন শীলা, ইকবাল রাবেয়া লারা মনি, লাবনী, সুরাইয়া শারমিন, হেলেন আরা সিডনী।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge