আমার সত্যজিৎ
রোমেন রায়হান
ছোট্ট আমি বুড়ো হলাম, বদলাইনি খুব
সুযোগ পেলে এখনও দেই সত্যজিতে ডুব।
লালমোহনে চমকিত, তোপসে আমার ভাই
ফেলুদাতে আমি আমার শার্লক হোমস পাই।
অন্যে জানে সত্যজিতে অন্যেরা কী নেন!
এক প্রফেসর শঙ্কু থেকে নিচ্ছি আজও জ্ঞান।
মুগ্ধ আমি আজও দেখি তাঁর কলমের টান
মাথার ভেতর বাজতে থাকে গুপী-বাঘার গান।
বুকের ভেতর দুর্গা-অপু, চোখের কোণায় জল
নিঃশব্দ সত্যজিতে অবাক কোলাহল।
আমি জানি আমিটা কে, কেউ না রাখুক খোঁজ
সত্যজিতের চোখই আমায় মানুষ চেনায় রোজ।
(কিংবদন্তী সত্যজিৎ রায়ের জন্মদিন। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ)
Leave a Reply