জীবন আহমেদ এর অনুকাব্য
১. হটাৎ একদিন আমি উধাও হয়ে যাবো।
পাড়ায় মহল্লায় মাইকিং করা হবে, খবরের কাগজ, রেডিও, টেলিভিশনে খবর বেরুবে।
তবুও আমি ফিরবোনা।
২. ওয়াইনের রঙ্গীন জলে তোমাকে গুলিয়ে ফেলেছি
আমি কঠিন নিকোটিনে বিভর!
হা হা হা আমি রাজা! আমিই রাজা!
আর তুমি!
না না না তুমি নেই।
তোমার কোন অস্তিত্ত্ব ও নেই।
ওয়াইনের রঙ্গীন জলে তোমাকে গুলিয়ে ফেলেছি।
৩. মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই অবাক হয়ে যাই।দিন শেষে একরাশ হাসিই তো কেবল একমাত্র পুঁজি। ভালোবাসার দোহাই সময়ের স্রোতে তোরা বদলে যা।
৪. একজন সফল মানুষের গল্প;
পিছনে হজারো ব্যর্থতায় ভরা।
৫. বুঝলি ভোলামন;
যুগে যুগে প্রেম আসে বহুবার বহুরূপী কিন্তু হৃদয় ছুতে পারেনা আমার।
Leave a Reply