আমি তোমারও
রেজাউল করিম রেজা
কখনো আমি নিজের জন্য
কখনোবা পরিবারের।
কখনো আমি কথকের আর
কখনো সকল ছাত্রের।
কখনো আমি বাংলাদেশের
কখনো আবার বিশ্বের।
কখনো আমি আদিবাসিদের
কখনোবা রবিদাসের।
কখনো আমি শুধু ইসলামের
কখনো সকল ধর্মের।
কখনো আমি সকল জাতির
কখনো সকল বর্ণের।
কখনো বাংলা সাহিত্যের আমি
কখনো সকল ভাষার।
কখনো আমি কামার,কুমার
কৃষকের আর চাষার।
কখনো আমি নজরুলের
কখনো বিশ্বকবি রবির।
কখনো সকল শিল্পীর এবং
কখনো সকল কবির।
কখনো আমি সকল বন্ধুর
কখনো সকল মানুষের।
কখনো আমি অসহায়ের আর
কখনো উৎপীড়িতের।
কখনো আমি সবার সুখের
কখনো সবার দুখের।
কখনো আমি হাস্যজ্জ্বলের
কখনোবা ম্লাণ মুখের ।
কখনো আমি সকল শিল্পের
কখনোবা সংস্কৃতির।
কখনো আমি সকল গানের
কখনোবা আবৃত্তির।
কখনো আমি শুধু কোরানের
আবার সকল ধর্মগ্রন্থের।
কখনো আমি শুধু মুসলিম
কখনো হিন্দু-খৃষ্টান-বৌদ্ধের।
কখনো আমি সকল শিশুর
কখনো তরুণ-যুবা ও বৃদ্ধের ।
কখনো আমি সকল নারীর ও
সকল সাহসী পুরুষের।
সকলকে তাই বলছি শোনো,
”কখনো শুধুই হবোনা তোমার
কিংবা হবোনা কারও,
আমি কিন্তু তোমারই নই
জেনে রেখো আমি তোমারও।
আমি কিন্তু তোমারই নই
জেনে রেখো আমি তোমারও।
জেনে রেখো
আমি তোমারও ।”
Leave a Reply