রংপুর
লালন নূর
দুচোখে ঘুম আসে না
ঘুমে ডাকে মৃদু রংপুর
তালের পাতার বাঁশি
শুনে দোলে ঝুলন্ত দুপুর
ওষুধে নকল ঘুম
যেন মিহি শিমুলের তুলা
বুকের তীব্র আঁধারে
ক্ষুধার স্বভাবে জ্বলে চুলা
ফুলের পরাগে মধু
ডেকে তোলে মৃদু রংপুর
ঘুণের সাধু পোকারা
টেনে তোলে অম্বল ঢেঁকুর
তুমি তো বন্ধুর ঢেউ
ফুটে আছো টাপুর-টুপুর
তোমার দুপায়ে ডাকে
থেকে থেকে জ্বলন্ত নূপুর
পাখিরা ডানা মেলে না
ডানা মেলে মৃদু রংপুর
বাঁশির মর্সিয়া দেখে
দুলে ওঠে অশান্ত দুপুর
জোনাকি জ্বলে ওঠে না
চোখে জ্বলে বালির পুকুর
তুমি তো শ্যামাসুন্দরী
ছুঁয়ে ছুঁয়ে মৃদু রংপুর
Leave a Reply