ধূসর জীবন আমার
আবুল খায়ের
জীবন যেমন যাচ্ছে কেটে যেতে দেয়া হোক
চোখের জলেই হবে দূর মনের যত শোক
আঁধার কেটে আলো এসে তবে ভোর হোক
তুমি যদি শান্তি পাও আমার কষ্ট দেখে
আমিও তাই কষ্টকে নিলাম গায়ে মেখে
রঙ্গিন আলোয় কাটুক দিন জয় তোমার হোক
প্রণয় নেশা থেমে একদিন, প্রাণে প্রেম জাগুক
মরণ আসুক, ধূসর জীবন ধূসরে পড়ে থাকুক।
Leave a Reply