বুধবার, ০৭ Jun ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন

ড.এস,এ,তালুকদার এর ২টি কবিতা

ড.এস,এ,তালুকদার এর ২টি কবিতা

ড.এস,এ,তালুকদার এর ২টি কবিতা

১. ভালোবাসার জীবন
রোদের অনেক তেজ
আকাশে ভাসছে মেঘ
রাতের আকাশে চাঁদ
ভালোবাসায় বাঁচার স্বাদ।
মনের মাঝে আতঙ্ক
ধর্ম কর্ম বাণিজ্য।
নিধন করিয়া বৃক্ষ
অক্সিজেন কোথায় খুঁজবো।
ধর্মের মর্ম না বুঝে কর্ম
প্রেমহীন মানুষ পাষণ্ড
হিংস্র মরণ নিষ্ঠুর জীবন।
ভালোবাসার জীবন ছায়া সুশীতল
জীবনে মরণে হও অজর
ধরিত্রীকে করে সম্মান
অনুরাগে সিক্ত হয়ে ঝরাও বর্ষণ।

২. রোজার পুরস্কার
প্রাত্যহিক জীবনে ফরজ পাঁচবার
ওয়াজিব সুন্নত নফল অনেকবার।
রমযানে ফরজ রোজা বছরে একবার
ইফতার পার্টির জন্য কেউ কেউ করে কদর যার।
রোজা মানে নয় অনাহারে থাকা
রোজা মানে পাপাচার কামাচার থেকে বিরত থাকা।
রোজার লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন
যার জন্য আত্মার বিশুদ্ধতা প্রয়োজন।
দিনের ফরজের সাথে রোজার আছে সংযোগ
অশ্লীলতা অসততা না করলে পরিহার
না খেয়ে থাকা রোজা হবে বর্জন।
মুমিনের রোজার পুরস্কার অঘোষিত মূল্যবান
যা দিবেন স্বয়ং আল্লাহ মহান।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge