এস এম খলিল বাবুর পাঁচ ছড়া
১. সুমি
এখন কোথায় তুমি
হণ্য হয়ে হেথায় হোথায়
খুঁজে বেড়াই আমি।
২. সোমা
তুমি একটা গোমা
তোমার হাতে এখন দেখি
প্রত্যাখানের বোমা।
৩. আশা
নেই তো ভালবাসা
এতো দিনো বুঝিনি
তোমার চোখের ভাষা।
৪. কলি
তোমাকেই তো বলি
তোমার দেখা উল্টা পথে
আজকে সবাই চলি।
৫. মিতা
কে যেন তার পিতা
বুক ফুলিয়ে চলেন তিনি
মুখটা ভীষণ তিতা।
Leave a Reply