একাকিত্বের চিরকুট
রোজী নাথ
স্বপ্ন আর কল্পনার জড়িয়ে রাখা আদরে বেমালুম বেঁচে আছি এই মাটিকে তিল তিল করে আঁকড়ে।
দিনভর একাকীত্বের চাদরে মোড়ানো প্রহরগুলো বৈঠকখানায় উঁকি দিয়ে অদ্ভুত এক দীর্ঘশ্বাস রচনা করে যায়।
আমার নীরব হৃদস্পন্দন আর নিজের সাথে নিজের একান্ত আলাপন প্রতি সন্ধ্যায় নিভৃতে যুঁই ফুলের মালা গাঁথে।
জোছনা ভেজা বাতাস যেন আমার অন্তরে-বাহিরে মিষ্টি একটা সোহাগ বিলায়।
অমাবস্যার ঘোর আধারও সুমহান এক আলোকিত প্রতীক্ষার বার্তা দিয়ে নির্জনে কোথায় হারিয়ে যায়।
একটানা ঝিঝির ডাক আর সুদুর থেকে ভেসে আসা শেয়ালের হাঁকে রাত হয়ে ওঠে বক্ষভেদী নীরবতার প্রতীক।
একাকিত্ব আমার একান্তের যাপনকে যতই গভীরে গ্রাস করুক না কেন, প্রতিটি সকালই নতুন একটা চিরকুট ধরিয়ে দেয়, যাতে লেখা থাকে —- ” জীবন একাকিত্বের থেকে অনেক অনেক বড়ো, অনেক অনেক আলোকিত।”
Leave a Reply