ভারত তোমাকে হাসতেই হবে
সালেম সুলেরী
ভারতের পাশে দাঁড়াতেই হবে, বাড়াতেই হবে হাত,
জানো তো পূর্ববাংলা’রও ছিলো অমানিষা, কালো রাত।
একাত্তুরের যুদ্ধবর্ষে অসহায় ছিলো মাটি,
বিপদে ভারত প্রতিবেশী দেশ- দিয়েছিলো সেবা, ঘাঁটি।
সরকার আর জনগণে মিলে উল্টো করেনি মুখ,
স্বাধীনতা তথা পতাকা মিলেছে- সেনাসহ বন্দুক।
বিনিময়ে কিছু রাজনীতি ছিলো, আজ নয় মাপ-জোক,
মারী-করোনায় ভারতের বুকে সাগর সমান শোক।
এতো হাহাকার, শ্মশান আকার, রোজ কিয়ামত যেন-
অক্সিজেনের অভাবে ভারত। বাংলা জাগে না কেনো?
বিপদ ঘনালে আত্মীয় আর প্রতিবেশী পাশে ঠিক-
‘দাঁড়াও মোমিন’, বলেছে ধর্ম, যে ভারত চারিদিক।
বেদনা ভুলবো, দু’হাত খুলবো, দুলবো সেবার দোলায়,
মাস্কের সাথে পথ্য-ওষুধ, ভালোবাসা ভরে ঝোলায়-
সেবক-সেবিকা, চিকিৎসকেরা এবার ভারতে হাঁটি,
বিপদ দমিয়ে কমিয়ে আনবো মরণের সংখ্যাটি।
আমার যে দেহে অক্সিজেনের পাঁচশ লিটার শ্বাস,
প্রয়োজনে তাতে ভাগ দেবো সখা, এক শ্বাসে করি বাস।
আর নয় কোন ধর্মবিরোধ, নিপীড়ন দানবিক,
কল্যাণে মম নিবেদিততম সেবা নাও মানবিক।
করোনা ঠেকাতে মানুষ বাঁচাতে সমতার নিঃশ্বাস,
ডাকে দক্ষিণ এশিয়ার সেতু- সার্কে’র বিশ্বাস।
ভারত তোমাকে হাসতেই হবে, ঘরে ঘরে চাই হাসি,
ঐক্যবদ্ধ শপথে ঠেকাবো মারী আর সন্ত্রাসী।
Leave a Reply