শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

সরকার বাবলুর ৩টি কবিতা

সরকার বাবলুর ৩টি কবিতা

সরকার বাবলুর ৩টি কবিতা

১. সাধারণ পরিবহন
সাড়ে তিন হাত এক পণ্যবাহী গাড়ি
লোড হয়েছিলো জন্মান্তরে
কোন এক মহাজনের গদি ঘরে
এনালগ সেল্ফে চলছে গাড়ি অবিরাম
দেশ হতে দেশান্তরে,
মালের চালান তাঁর হাতে
যে সৃষ্টির কারিগর
ধীরে ধীরে ওজন যাচ্ছে বেড়ে
কোথায় হবে আনলোড কেউ জানেনা
ক্রমাগত ক্ষয় হচ্ছে স্লিপ
পিস্টন আর বাহারি রঙ
মরীচিকায় খেয়ে ফেলছে মাটির হরফে লেখা নাম
অতঃপর
এক দিন বিকল হলো ইঞ্জিন সাঙ্গ হলো সব…!

২. শেষ চিঠি
চাঁদের আলোয় খুঁজো হারানো অতীত
যেমনটি খুঁজেছিলাম আমি
জোনাকির আলোয় খুঁজো বর্তমান
যেমনটি খুঁজেছিলাম আমি
মোমের আলোয় খুঁজো ফেরারী দিন
যেমনটি খুঁজেছিলাম আমি
হৃদয়ের আলোয় খুঁজো প্রেম তোমার
যেমনটি খুঁজেছিলাম আমি
কৃতজ্ঞতা তোমাকে যখন দেখি তোমার নিঃসঙ্গতা ভালো লাগে তোমার দীর্ঘশ্বাস, তোমার দহন
প্রতিদিন নিলামে তুলো ক”ফোটা চোখের জল, যেমনটি তুলেছিলাম আমি
তোমার আকুতি বোঝে
মুখ থুবরে থাকা নির্বোধ বালিশ
চুষে নেয় জল নির্লজ্জের মত
তোমার পৃথিবী জুড়ে যখন আধার নামে খুঁজো তুমি ফেরারী সুখ
যে সুখের সিমানা পেরিয়ে এসেছিলে বহুদূর বহুপথ
কি সংশয় ছিলো তোমার মনে কেন ছুরে ফেলেছিলে কাগজের ফুল ভেবে
ভেবেছিলে হবে মহাসুখি
পদ্মপাতায় মোড়া সুখ জলজলে ভেসে ছিলো আলোকো জোসনায়
হারিয়ে গেলো ঢেউয়ের অতলে
যেমনটি হারিয়েছিলাম আমি
অতঃপর
উপারের ডাক আসে নীল খামে রঙিন চিঠি সদামাটির গন্ধে ভেজা স্যাঁতসেঁতে ডাক টিকিটে সীল মোহরে মোড়ানো
নিমন্ত্রণ হে প্রিয়,
ভালোবাসায় তোমাকে স্বাগতম
এসো লোকালয় ছেরে নিভৃত নীলয়ে
ধরণীর বুকচিরে প্রেম নগরের জংশনে
আমি বসে আছি তোমার অপেক্ষায় রির্টান টিকেট হাতে নিয়ে।

৩. রাই-বিনোদিনী
অনন্তকাল সেই পথ ধরে হাটছি আর চন্দ্রমূখির পথ অনুস্বরণ করছি যে পথের নেই ঠিকানা
সকাল থেকে দুপুর তারপর বিকেল
শেষ বিকেলের শেষ হাসিটুকু কেয়া পাতায় ভাসিয়ে দিলাম জল শ্রতে
আবিরে ঢেকে যাচ্ছে ভালোবাসার শেষ সমাধি
দেখছি কি করে এতো জল কোথা থেকে আসে আর কোথা চলে যায়
ভাসায় খরকুটু থই থই অথই জলে
ভাঙনের শব্দ শুনতে বেশ ভাললাগে
নীথর দেহে দলপানা দুলছে দোলাচলে আর ভাসছে আপন খেয়ালে
নীড় ফেরা বলাকার দল উড়ছে গগনপানে
ছল ছল কল কল শব্দ চয়নে
বইছে জল সমান্তরাল নিরবধি
ঘুরতে ঘুরতে সিমানা পেরিয়ে চলছে অবিরাম
আকাশ নূয়ে পরছে অবলীলায় রক্তিম স্নানে
কেয়া পাতা ভাসছে আর হাসছে
মুক্ত স্বদেশ আমার, মুক্ত জীবন
শেষ বিকেলের হাসিতে কেউ করোনা কালক্ষেপন
বিনয়ি ওগো তোমার “রাই” ডুবছে অভিমানে…!!!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge