লেজ
হাই হাফিজ
এক.
কুকুরের লেজ ধরে কেউ
টানতে যদি চাস,
টেনে যা।
লেজটাতে কী রহস্য তা
জানতে যদি চাস,
জেনে যা।
ঢাল না লেজে ঘি,
দ্যাখ্ না খেলা কী!
দিবস-রাতি ঘি ঢেলে যাস তবুও,
বাঁকা লেজ তো হয় না সোজা কভুও।
দুই.
খেকশিয়ালের লেজ,
হায়রে কী তার তেজ!
শিকার ধরে দৌড় মারে ভোঁ,
রেলগাড়ি ব্রডগেজ।
লেজের আগায় চুলের গোছা ঝাঁকড়া!
খান সাহেবের গোঁফের নিচে শয়তানেরই আখড়া।
তিন.
টিকটিকিরও লেজ আছে ভাই, সাদা।
জান বাঁচানোর তাগিদ হলে,
দৌড় মারে সে লেজটা ফেলে!
মোল্লাপাড়ার ঠগ কেরামত
লেজকাটা এক গাধা!
Leave a Reply