ফেরদৌস রহমানের নীলার জন্য কবিতা
১. তোমার কপোলের টোল
তোমাকে আঁকতে-আঁকতে,কপোল আঁকতে গিয়ে থমকে যাই। কিভাবে আাঁকি বলো, বিধাতার এ দান? কাশ্মীরি আপেলের মতো কপোল তো না,এ যেন স্বর্গীয় উদ্যাণের কোনও ফল। ভাবতে-ভাবতেই রংতুলি থেকে এক ফোঁটা রং পড়লো তোমার কপোলে সেই থেকেই তোমার কপোলে টোল।
২. পাশাপাশি তবুও দূরে
ছুঁতে না পারার বেদনা নিয়ে।
৩. মুদি দোকান
তোমার বাড়ির সামনে দেখি দুইটা মুদি দোকান। কারে তুমি ভালো পাও,কে তোমায়? কে তোমারে কবিতা আর শোনায় বলো গান? বলে তোমার জন্য দিচ্ছি আজ বিশেষছাড়ে লেমনচুস।
৪. তোমার পথের বৃক্ষ হবো, টেনে নিব তোমার শ্বাস। পথের ধারের গাছগাছালি তোমার শ্বাসে হয়েছে, দেখ কেমন সবুজ! তোমার শ্বাসে আমিও কি বলো, হবো তবে এমন সবুজ?
৫. কৃষকের মুখের হাসি হয়ে তুমি ঐ সোনালী ধান
তোমার দেহ হতে গড়িয়ে পড়ে সোনা।
Leave a Reply