ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা
সোমের কৌমুদী
হুম্, জানি, তোমার বিশ্বাস হচ্ছে না।
তবে শোন আবার বলছি,
“ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
এই যে তোমাকে চাইছি, এটাও স্বার্থপরতা।
আসলে তোমাকে চাইছি না ,আমি নিজেকেই চাচ্ছি
আমার একটা স্বপ্নকে চাচ্ছি
হৃদয়ের বাগানে বসন্ত চাচ্ছি
একটু সুখ চাচ্ছি, সুখী হতে চাচ্ছি।
এবার বল তো, আমি কি তোমাকে চাচ্ছি?
না, আসলে আমি নিজেকেই চাচ্ছি।
কি, এখনো বিশ্বাস করছ না !
ভাবো, বিশ্বাস কর, “ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
তোমার স্পর্শে আমার হৃদয়ে যদি
বসন্ত না আসত
পাখি না গাইত
ভ্রমর না উড়ত,
আমি কি তোমাকে চাইতাম?চাইতাম না।
বিশ্বাস কর, “ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
একটু ভাবো, ভেবে দেখো এবং ভাবো, তারপর বল।
আসলে আমি তোমাকে চাচ্ছি না
আমি আমার হৃদয়ে
বসন্ত চাচ্ছি
পাখির গান চাচ্ছি
ভ্রমরের ছুটোছুটি চাচ্ছি।
কী হল, এখনও ভাবছ? ভাবনা ছেড়ে দাও।
বিশ্বাস কর, “ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
একটু ভাবো, ভেবে দেখো।বল তো আমি কি তোমার সান্নিধ্য চাই।
ধুর পাগলী ! সত্যিই তোমার সান্নিধ্য চাইছি না।
আমি আমার স্বার্থপরতাকে পরিপুষ্ট করছি
আমি চাই আমার স্বার্থপরতা আমাকে সুখী করুক।
আমি চাই আমার জীবনের প্রেম প্রেম মুহূর্তগুলো
স্বপ্ন হয়ে উঠুক
আমাকে বিকশিত করুক
বিকশিত স্বপ্নগুলো আমাকে সুখী করুক।
এবার বুঝেছ, “ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
এয় পাগলী, কি হল তোমার, চোখে কেন বৃষ্টি !
কি ভেবেছ, তোমার চোখের জল মুছে দিব
তোমার মুখে হাসি ফোটাব!
ভুল বুঝেছ তুমি, এখনো ভাবো, বিশ্বাস করতে শিখো-
“ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
কাছে এসো, তোমার চোখের জল মুছে দেই
তোমার মুখে হাসি ফোটাই।
আরে বাবা, রাগ কেন? আমি সত্যিই বলছি,
“ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
আমি আসলে তোমার চোখের জল মুছে দিচ্ছি না
তোমার মুখে হাসি ফোটাতে চাচ্ছি না।
আসলে—
আমি আমার চোখে জল আনতে চাচ্ছি না
আমার মুখটা শ্রাবণের কালো মেঘে ঢাকতে চাচ্ছি না।
এয়, এয়, এই পাগলী! কি হল?
আমার বুকে তোমার মুখ লুকালে!
ও, বুঝেছি!তুমিও বুঝেছ এবার।
হুম্, “ভালোবাসা একপ্রকার স্বার্থপরতা”।
এবং সবচেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট স্বার্থপরতা।
Leave a Reply