বাবুল আনোয়ার এর কবিতা
কোন কোন রাত
কোন কোন রাত বুনো স্বভাবের
পরকীয়া সুখে মুখ গুজে থাকে
ওয়াইফাই চালু রেখে অনলাইনে
কতো কথা চ্যাট বিদেশিনী মিথে
কোন কোন রাত স্বপ্নমাখা চাঁদ
দেখা অদেখা নীলাভ রঙ মাখে
ল্যাম্পপোষ্টের আধো আলোর মতো
সফটওয়ার ভুলে বিরুপ কবিতা লেখে।
বিধিনিষেধ
১
তুমি ইচ্ছে করলে ফুটতে পারো
মন চাইলে ছুটতে পারো
ইচ্ছে মতো লুটতে পারো না।
২
ভাসতে ভাসতে অনেক দূর
নাচতে নাচতে কাছে
হাসতে হাসতে শেষ করো না
অতলে যা আছে।
৩
তুমি পাঠ করো নানা মুখ
পর্যবেক্ষণ করো নিবিড়
আত্মস্ত করো না সবকিছু।
Leave a Reply