বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

চেয়েছিলাম শুধু তোমাকে-তামান্না জেসমিন

চেয়েছিলাম শুধু তোমাকে-তামান্না জেসমিন

চেয়েছিলাম শুধু তোমাকে
তামান্না জেসমিন

নিবিড় পেলব, শাতরঙা পালকের ছোঁয়ায়
কবিতার কথা ভুলে থাকা সহজ ছিলো।
অকৃত্রিম ছিলো প্রতিটি প্রভাত, প্রতিটি রাত
বাঁচার নতুন- নতুন উপকরণ, ঘনিষ্ঠ প্রত্যাশা
স্ফীত উন্মাদনায় উদযাপিত মুহূর্ত।
নানা রঙে তুলির আঁচড়, বর্ণিল ক্যানভাস
স্বপ্ন গুলো প্রতিনিয়ত অনন্ত থেকে অনন্তে!
পথের শেষে কবিতারা বুঝি ওঁত পেতে থাকে?
দাঁড়িয়ে থাকে ঝোপঝাড়ে, পথের বাঁকে?
প্রতীক্ষিত সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার আগেই
শরীরের শ্বেতকনিকারা দ্রুত যায়গা দখল করে
কুড়ে খায় অসময়ে দেহ, সুবর্ণ-সোনালি-স্বপন
লাল টকটকে রক্তের মিছিল ধাবমান অনন্তে
মহাকালের পানে তাঁর ছুটে চলা, অন্তহীন…
আজকাল প্রতিনিয়ত খণ্ডবিখণ্ড হতে থাকি;
আমিতো কবি হতে আসিনি,
চাইনি কাব্যগ্রন্থে জুড়ে দিতে কবিতার পংক্তি
শুধু ছেয়েছিলাম নীল-সাদা অবারিত আকাশ,
ঝিরঝিরে বৃষ্টি, থিরথিরে প্রেম
সবুজে -সবুজ সীমাহীন অরণ্য, অস্ফুট আদর
সমুদ্রের গায়ে লেপটে থাকা পাহাড়ের পাদদেশ
বাবুইপাখির মতন ঘর, শেষপর্যন্ত যৌথজীবন
আমিতো চাইনি কবিতা,
চেয়েছিলাম শুধু তোমাকে।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge