মাসুদ বশীর এর ৬টি কবিতা
১. শূন্য
স্পর্শে স্পর্শ খোলে
আপনার স্পর্শ ধুকধুক শব্দ জলে
সারাক্ষণ এই বুকেই দোলে
স্থবির অন্ত হাওয়ার চরে
আপনার স্পর্শ মিষ্টি দাওয়াই
থাকবে শুয়ে মাটির ঘরে
আপনি ছাড়া আর কিছু নাই
অবশেষ আপনি হাওয়াইমিঠাই….
২. কে
কাঁচের ভেতরে ছিলাম
কেন যে ভেঙ্গে দিলে?
আরশির ভেতরে ছিলাম
তোমাতে লজ্জা পেয়েছিলে!
দেয়ালের আড়ালে ছিলাম-
কাঁচ টা স্বচ্ছই ছিলো,
দেয়ালটা ভেঙ্গে গেলো-
সুর কী কষ্ট দিলো?
কাঁচের দেয়ালে দাঁড়িয়ে সে
তুমি-আমি-আমরা
আসলে কে?
৩. দ্রবণ
একগ্লাস ভালোবাসা দিলি!
অথচ,
পান করবার পূর্বেই গ্লাসটা ভেঙ্গে হলো যে চুরমার!
জানা হলোনা আজও দ্রবণ-
টক ঝাল মিষ্টি নোনতা নাকি তেতো ছিলো মূল্যায়ন…
৪. নৈর্ব্যক্তিক
কিসে যে ডুবে আছি; কেন ডুবে আছি?
বড্ড একঘেয়েমি লাগছে….
লাভক্ষতির হিসেব নাইবা করলাম।
নেশায় পেয়েছে পেশায় ফিরতে হবে….
তবে-
কবে?
কখন?
কীভাবে?
৫. সংকল্প
ধীরে ধীরে মুছে ফেলো
যতটুকু মুছা যায়,
সে পাতায় লিখে ফেলো
দৃঢ় যতো লেখা ধায়।
বেদনার বালুচরে
বসে থেকে লাভ কী?
নতুনের আবাহনে
সাড়া দাও আসছি….
জীবনটা নয় কোনো
বিকিকিনি খেলনা,
অর্জনে ভরে বলো
নও তুমি ফেলনা।
আমাদের চারিপাশে
কতকিছু ঘটে চলে,
মন থেকে মুছে ফেলো
পাছে লোকে কিছু বলে।
৬. গন্তব্য
দূরের পথ দূর তো নয়
সে পথ আছে মনেই,
অন্ধকার আছড়ে পড়ে
তোমার চোখের কোনেই।
ঘুমের শরীর মৃত্যু পথ
আবেশ ছড়ায় শান্তি,
দিনের শেষে রাতের আঁধার
মুছিয়ে দেয় ক্লান্তি!
মনের ভেতর ভালোর আলো
জ্বালিয়ে রাখো রাত্রি,
শেষ সিয়ামে সবাই মোরা
অন্ধকারের যাত্রী…
Leave a Reply