অভিশপ্ত করোনা
ফিরোজ কাওসার মামুন
চলে যা তুই এক্ষুনি যা
দূর দূর দূর ছাই
তোর মুখ আর চাইনা দেখতে
তুই করিস খাই খাই
তোর কারনে গৃহবন্দী
স্থবির সারা বিশ্ব
তুই খাচ্ছিস আস্ত মানুষ
তোর কাছে সব নিঃস্ব
সব ডাক্তার সব কবিরাজ
নাম জবছে সৃষ্টি কর্তার
মৌলবি ও ঠাকুর, ফাদার
কেউ বাদ নেই সবাই সাবাড়
কাজ নেই যার ভাত নেই তার
এমন মানুষ মরছে শত
যাকে ছুঁয়েছিস সেই মরেছে
মরন খেলা খেলবি কত?
যা চলে যা দোহাই লাগে
পৃথিবীতে ছেড়ে চলে যা
তোর পাপ মুখ দেখতে চাই না
অভিশপ্ত তুই করোনা।
Leave a Reply