রবিবার, ২৮ মে ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন

মোস্তারী মিতার ৫টি কবিতা

মোস্তারী মিতার ৫টি কবিতা

মোস্তারী মিতার ৫টি কবিতা

১. ক্ষুদ্রক

এভাবেই একদিন ছোট হতে হতে
আমি হয়ে যাব নিশ্চিহ্ন,
আমার স্মৃতিপট আর কুড়ে কুড়ে খাবেনা তোমায়।
আমি আসবো না আর তোমার বিরহের
অলিতে কিংবা গলিতে।
আর এভাবেই একদিন আমি মিশে যাব
তোমার মনপঞ্জিকা থেকে,
পৃষ্ঠার পর পৃষ্ঠা দাপিয়েও পাবেনা আমায়।
আমি তখন লিস্টি বদ্ধ বেহিসাবি খাতায়,
আর দামামা বাজবে তোমার অন্তঃগ্রথিতে।
লাভ নেই, খুঁজে আর পাবেনা ক্ষুদ্র আমায়।

২. শতাংশ

আমিতো আর আমি নই,আমি নেই
আমি এখন তুমি কিংবা তোমরা!
আমি একটু একটু করে ক্যালকুলাসে
ভাগ হতে হতে পৌঁছে গেছি ভগ্নাংশে!
আমার কোন বোধ নেই,নেই ক্রোধ
আছে শুধু তোমার দেয়া অপরাধবোধ!
আমি-তুমিত্বের বিক্রিয়ায় অসম রিয়াক্সন
আমি আমাকে খু্ঁজে খু্ঁজে পেরেশান!
আমিত্ববোধ জিইয়ে রাখতে আজীবন
মাঝেমধ্যে একা থাকারও বিশেষ প্রয়োজন!
কিন্তু আমি তো এখন আর একক নই
তাই আমার কোন একাকীত্ব নেই!
অবশেষে একক,দশক,শতকের দায়িত্ব পেরিয়ে
লভ্যাংশরূপে ভগ্নাংশ আমিই হয়ে গেছি শতাংশ!

৩. মিছেমিছি

অতঃপর…
কেউ হতে পারিনি আপন কিংবা পর!
হয়তো….
অপরিণত তুমি হলেও হতে পারতে পরিণত!
অবশেষে….
পথ ঠেকে গেছে পথের শেষে এসে!
কদাচিৎ….
গোগ্রাসে মনে ভাসে রীতিসিদ্ধ যত প্রীত!
নচেৎ….
হয়ে যেতো প্রেম-প্রেমী সব মরে ভুত-প্রেত!
তথাপি….
কত ছলাকলা,কষ্টটা বয়ে চলা অদ্যাপি!
আছি….
তুমি আছো,আমিও আছি,সবটাই মিছেমিছি!

৪. যুবক

এক যুগ আগে তোমাকে যেমনটি দেখেছিলাম,
তুমি সেই সদ্য যুবক ই রয়ে গেছো আমার কাছে,
তোমার বয়স একটুও বাড়েনি,বাড়েনা।
দেয়াল ঘড়ির নষ্ট কাটায় তোমার বয়স আটকে গেছে।
আর আমার বয়স বেড়ে; চুলেও আজ পাক ধরেছে।
সময় আমায় একটুও মার্জনা করেনি,করেনা।
মনে পড়ে…!!
ঠিক ঘোর সন্ধ্যাবেলায়,
বারান্দার ওই বেলকনিটায়,
তোমার তালে তাল মেলাতাম
তোমার সুরে সুর সাজাতাম!
জানো!এখনও আমি সন্ধ্যা হলেই
বসে পড়ি সুর মেলাতেই।
বেসুরো সব আওয়াজ আসে
স্মৃতির বীণা অট্ট হাসে।
মনের মাঝে সে এক রোখ,
তখনও তুমি সদ্য যুবক!
তুমি নেই ভাবতে গেলেই
হারিয়ে ফেলি এই নিজেকেই।
শেষ প্রহরের পান্থপথে
হবে কি দেখা তোমার সাথে?
আর যদি বুজে দুচোখ
থাকবে তুমি সদ্য যুবক!
আমার মাঝে বৃদ্ধ কভু হবেনা,
বয়স তোমায় ছোঁয়ার সাহস পাবেইনা!!

৫. আমার পাহাড় দেখা হলোনা

যদি একটু সাহস করে বাঁধার পাহাড় ডিঙ্গাতে পারতাম,
তবে তোমার হাত জড়িয়ে সেই পাহাড়ে বাসা বাঁধতাম।
আমার যে পাহাড় ডিঙ্গানো হলোনা!
যদি সব চোখ রাঙ্গানি বানের জলে নিভিয়ে দিতাম,
সাত সাগরের জল পেড়িয়ে তোমায় সাথে পাহাড়ে চড়তাম।
সেই পাহাড়ের স্বপ্নচূড়ায় দু’জনে মিলে বাসা বাঁধতাম।
আমার তো আর পাহাড়ে চড়া হলোনা!
যদি তোমার হাতটা ধরে হয়ে যেতুম নিরুদ্দেশ,
নিকুচি করে মান-অভিমানের যত আদেশ,
তবে আজ পথ ভোলাটাও দেখা পেতো সেই সীমানার,
যে সীমানা পেরিয়ে এলেই আমি-তুমি জল ফোয়ারায় গা ভেজাতাম।
যে ফোয়ারা পথ দেখাতো সেই পাহাড়ের,
যে পাহাড়ে তোমার-আমার নীড় সাজাতাম।
আহা!আমার আর পাহাড় দেখা হলোনা!

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge