শুভদীপ রায়ের ৬টি অনুকবিতা
১
যন্ত্রণা এঁকে রাখি বিলাবল রাগে
তোমার জন্য আকাশ থাকুক অনন্ত
২
চোখের ভাষা যদি কান্নার গান হয়,
তখন নীরবতায় বুনে রাখি শ্রদ্ধার দীপন
৩
ব্যথার উঠোন জুড়ে পাখি সংলাপ
৪
আমাকে তুমি ভাত দিয়েছ অনেক
আগুন নিয়েছ কেড়ে …
৫
আমার নিরন্ন ঘরে দংশন চাবুক
অযাচিত উনুন জ্বলে নুনের সংলাপে
৬
বিবাগী হয়েছি আজ ভ্রমর বিলাসে
অথবা
আমাকে বাঁধেনি ঘর আমিও বুঝিনি
তার বাম স্তনের নিচে আছে কি লুকিয়ে ফাগুনের মান্দার ফুল!
Leave a Reply