মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

ভাইরাসে মরোনা-সুশান্ত নন্দী

ভাইরাসে মরোনা-সুশান্ত নন্দী

ভাইরাসে মরোনা
সুশান্ত নন্দী

সব ভুলে যাও যদি
বিভেদটা করোনা
তোমরা আজ যেন
ভাইরাসে মরোনা।
হিংসা দূরে থাক
সরে যাক সংঘাত
বিপদের দিনে এসে
রাখো এই হাতে হাত।
দিকে দিকে ছেয়ে গেছে
ভাইরাস করোনা ,
আমি তুমি সক্কলে
উদাসীন আনমনা!
আজ শুধু হাহাকার
দেশ থেকে মহাদেশ
জীবাণু হেঁটে যায়
আমাদের পরিবেশ ।
এসো, সাবধানে থাকি
সচেতন হই আজ
সব্বাই ভাল থাকি
বেঁচে থাক এ-সমাজ।
নেই আজ কলরব
কত পরিবর্তন
চুপচাপ ছুটিতে
শিক্ষানিকেতন ।
শরীর তো ঠিক আছে
সকলকে দেখাশোনা
ছোটদের যেন থাকে
বড়দের কথা মানা।
ব্যবহার করো রোজ
হ্যান্ড স্যানিটাইজার
মানবিক হই এসো
কেন কালো বা-জার ।
বাড়ছে মৃত্যু
নামতার গুণীতকে
পুড়ছে কত লাশ
ব্যাথা আর কত শোকে।
এ কোন দুর্দিন
হাহাকার আতঙ্ক,
মিলছেনা কিছুতেই
জীবনের অঙ্ক।
মানুষ যে নেই সুখে
নেই প্রাণ খোলা হাসি,
চমকাই কেউ যদি
খুক করে দেয় কাশি।
জ্বর জ্বর শরীরে
শুকনো কাশিতে
বুকে শ্বাসকষ্ট
উদ্বেগ বাড়িতে ।
কাশ্মীর থেকে আজ
কন্যাকুমারী
মনে জাল বিছিয়েছে
বিশ্ব মহামারী।
কে যে যাবে চলে
আইসো- লেশনে
কেউ আছে নিশব্দে
কোয়ারেন্টাইনে।
নয় কোনও হ্যান্ডশেক
হাত জোড় করি এসো
রোগ ব্যাধি দূরে রেখে
জীবনকে ভালোবেসো।
ঘোরাঘুরি ছেড়ে দিয়ে
এসো তাই থাকি ঘরে
দেখবে একদিন
ভাইরাস যাবে সরে।
নার্স ও ডাক্তার
মানবিক মুখ এরা
বিপদের দিনে এসে
পরিষেবা দেয় যারা।
জমায়েত করোনাকো
নয় কোনও উৎসব
চুপ চাপ থাকি এসো
সরে যাক কলরব।
মাস্ক আর হ্যান্ড গ্লাভস
সাথে যেন রেখো ভাই
হাত ধুতে মনে করে
হ্যান্ড ওয়াশ রাখা চাই।
চাইনা এ বসন্ত
মৃত্যুর মিছিলে,
কেন তুমি ঋতুরাজ
এই ব্যাধি বিলোলে?
কাসরে,ঘণ্টায়
উৎসব রাস্তায়
কেন ফেরা শৃঙ্খলে
এ কোন শ্রদ্ধায়?
গড়ে তুলি এসো তাই
সুস্থ পরিবেশ,
শান্তির গান ধরে
কোনও এক দরবেশ।
দেশ থেকে মুছে যাক
ভাইরাস করোনা,
প্রার্থনা থাক শুধু
কেউ আর মরোনা।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge