স্বপ্ন রঙিন স্বপ্নের দিন
আমওয়ারুল ইসলাম রাজু
স্বপ্ন রঙিণ স্বপ্নের দিন
প্রতিদিন হোক হোক প্রতিদিন।
জীর্ণ জরার খোলস ছেড়ে
ক্লেদ গ্লানি সব মুছে ফেলে
নতুন ঊষার রাঙা আলোয়
সূচিত হোক নতুন দিন।
অন্ধ অলস প্রহর কেটে
ভীরু জড়তার বাঁধন টুটে
নতুন পথে যাত্রা আজি
সূচিত হোক স্বপ্নের দিন।
Leave a Reply