বাংলা নব বর্ষের ৫টি ছড়া
আতাউর মালেক
১.নতুন বছর
একটা দিনের পান্তা ইলিশ
মজার সুখে খাই,
নতুন সাজে ঢোলক বাজাই
আর তো দেখা নাই!
আশায় থেকে বাঁধি বাসা
ঝরাই লালা মুখে,
নববর্ষের আমেজ খানি
এমনি কাটে সুখে!
২. দিন বদল
দিন বদলের লাগছে হাওয়া
একটি দিনেই পান্তা খাওয়া
থাকছে আরো ইলিশ মাছ
ভাব দেখে চোখ চরকগাছ!
রঙ্গিন কাপড় চটক ধরা
একে তো ভাই আধমরা
চাহিদার ও কমতি নাই
ঢাকের তালে গান গাই!
৩. ইলিশ বিনে
বাংলাবর্ষের প্রথম দিনে
হয় না মজা ইলিশ বিনে,
পান্তাভাতে লঙ্কা চাই
পেঁয়াজ ছাড়া মজা নাই!
পাট শাকের কী যে স্বাদ
সব্জিটাকে দিলাম বাদ
শুটকী, আলুর ভর্তা আরও
কীযে সুখের! সবই ছাড়ো!
৪. বাঙালিআনা
এমন যদি হতো –
ইলিশ যদি পান্তাভাতে
নিত্য পাওয়া যেত!
এমন যদি হতো –
সখের খাওয়া, রঙ্গিন জামা
নিত্য পাওয়া যেত!
বাঙ্গালিআনার এইতো দিক
সুখের আলো ফসকা ফিক্!
৫. নতুন দিনের সুরে
পূরাতনের হিসেব ভুলে
এই নতুনের হিসেব খুলে
সামনে চলার দিন,
ভুলের পথে বিভেদ ভুলে
হিংসা-বিদ্বেষ শিঁকেয় তুলে
বাঁজুক সুখের বীন!
যাক ছড়িয়ে আশার আলো
সবাই মিলে বাসবো ভালো
মন্দ থাকুন দূরে,
মনের সকল আঁধার গুলো
যাকনা উড়ে ময়লা-ধূলো
নতুন দিনের সুরে!
Leave a Reply