পোক্ত হোক ভিত
নূরুন্নাহার বেগম
দেশ আমার মায়ের সমান
সোনার চেয়ে দামী
দেশের মান রাখতে সবাই
রক্ষা করি ভুমি ৷
ভূমিক্ষয় ,পরিবেশ দূষন
পানির অপচয়, শব্দদূষন
বাঁচতে হলে রক্ষা করি
আমজনতা নবীন ৷
খারাপ কাজে বিরত থাকি
আঁধারে নয় কারচুপি
খুনখাব়াবি, শ্লীলতাহানি
ভালোবাসা সৃষ্টির প্রতি ৷
ঈমান আমল দেশরক্ষায়
নীতি রাখি ঠিক
মুখে নয় কাজই আসল
পোক্ত হোক ভিত ৷
Leave a Reply