রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন

পবিত্র মহন্ত জীবন এর একগুচ্ছ কবিতা

পবিত্র মহন্ত জীবন এর একগুচ্ছ কবিতা

পবিত্র মহন্ত জীবন এর একগুচ্ছ কবিতা

১. তোমাকে বারংবার
রাতের অন্ধকার জেগে থাকা
বাস্তব স্বপ্ন পুরণের আশায়…
এখনো অনা অহেতুক জটলাগুলো
ভ্রান্তির ভাবনা আমাকে কাঁদায়;
এতোটা কঠিন কল্পনাও করিনি-
বাস্তব ঝুলে থাকা ত্রিসীমানায়।
রাতের অন্ধকার ছুটে যাওয়া নক্ষত্র
মনেহয় দূরত্বের বিষয়;
খুঁজে না পাওয়া আজ কষ্ট গুলো-
এখনো সময়ের অপেক্ষায়।
তুমি চন্দ্রাবতী যতোদিন নিজেকে লুকিয়ে
নিস্তব্ধ সে আমাবস্যা অন্ধকারে?
তবুও আমার শরীরের শিরা-উপশিরা
এখনো ডাকিবে বারংবারে।

২. নবরূপ আঙিনায় পৃথিবী
সাতসকালে পাখিরা যখন গান গায়,
ঠিক তক্ষুনি ফেটিয়ে উঠে সূর্যকিরণ-
ক্লান্তি-জীর্ণতা অশুভ গুলো মুছে যায়
পাল্টে দেয় নবরূপ প্রকৃতির আবরণ।
শুভদৃষ্টি তাকিয়ে মূহুর্তে স্বপ্নের হাতছানি
সন্ধিরূপ মিলাতে চায় বাস্তব সম্ভাবনা-
দ্বেষ-বিচ্ছেদ গ্লানি ধুয়েমুছে পরিস্কার;
এবছরে নবসৃষ্টি পৃথিবীর আঙিনায় ।
ছড়িয়ে-ছিটিয়ে নবনীতায় শুভক্ষণে-
ফুলে সুবাসিত গন্ধ বিলয় মাধবী,
তৃষ্ণা মিটাতে চায় নতুন ক্ষুধার্তগুলো
নবরূপ আঙিনায় সাজিয়েগুছিয়ে পৃথিবী।

৩. সূর্যের শুভসূচনা
এতদিনে কষ্টে ছিলাম-
নিপীড়নের মধ্যেও কাটাতে হয়েছে রাত,
সুখ নেই,শান্তি নেই, যেখানে তুমি নেই
মনেহয় কূলভাঙা সেও বরর্বাত।
তুমি এসেছো বলেই তাকায়ে রয় প্রকৃতি
প্রভাত,পাখিরাও গায় গান উল্লাসে-
ফুলে ফুলে সুগন্ধি ঘ্রাণ সেও ভাসে বাতাসে
পূর্বদিক সূর্যকিরণ সেও হাসে আকাশে।
চারিদিক শুভ-আনন্দের উল্লাস মুখরিত
নিজেও একমুহূর্ত সামলাতে পারিনা আর
তোমার আগমনে হাসি-গানে দিনগুলি-
পূর্বদিক দৈনন্দিন উঠুক সূর্য বারবার।

৪. গুণকীর্তন
প্রকৃতির ভিতরে আজো-
কৃতিত্বে ডাক দেয় বাংলায়,
বিজয়-স্বাধীনতা চিরন্তরে –
ভাবাতে থাকে মুক্তির চেতনায়।
আজো কৃতিত্বের গুণকীর্তন –
ভুলেনি বাঙালি তোমাদের অবদান
নক্ষত্রের প্রদীপ্ত সলিতা যেন তা
দিয়েছ তাঁর প্রমাণ।
দেশপ্রেম তোমার ঘনিষ্ঠতায় –
দ্যাখ মাতৃত্বের বাংলাভাষায় ,
প্রকৃতির বিশুদ্ধ বায়ুতায়
অক্ষয় তোমাদের পরিচয়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge