রোজা রাখি
সামিউল ইসলাম
রোজা রাখি রবকে ডাকি
চলুন সবাই মিলে
পূণ্য কাজে পাপ কমাবে
শান্তি পাবে দিলে।
সালাত পড়ে দো’আ করি
মহান রবের কাছে
মাফ করে দিন দয়ার প্রভু
গুনাহ যত আছে।
সেহরি করি ইফতার করি
কোরআন পড়ি সাথে
যত পারি পূণ্য করি
সওয়াব পাবো তাতে।
মিথ্যা কথা ছেড়ে চলুন
সত্য কথা বলি
এই মাস থেকে শিক্ষা নিয়ে
সারাজীবন চলি।
Leave a Reply