পাতা কুঁড়ানী
সৈয়দ খিজির হায়াত
পাতা কুঁড়ানীর দল
ঝরা পাতা কুঁড়ালাম শুধু
কুঁড়ালাম অনর্গল।
রাত নাই দিন নাই
খড়া বৃষ্টি রোদ নাই
ক্লান্তি অবসাধ নাই
ছুটে চলা আছেই কেবল।
ঘর নাই দোর নাই
খাট পালম্কের স্বপ্ন নাই
আয়েশী ক্ষন নাই
চোখ ভরা পূঁজী অশ্রুজল।
অসুখ বিসুখ আছে
ক্ষুধা তৃষ্ণা আছে
বেঁচে থাকার সাধ আছে
আমরা পাতা কুঁড়ানী সো কলড।
Leave a Reply