এই আমি আর নেই
আতাউর মালেক
আগে তেমন হয়নি দেখা
সাধ ছিল যে মনে,
ভেতরটাতে তাই হাহাকার
বিঁধছে ক্ষণে ক্ষণে!
তাইতো সেদিন মনের ক্ষুধা
করতে গিয়ে দূর,
কী আনন্দ জাগলো আাহা
বাঁজলো নতুন সুর!
গেলাম কোথায়! শুনুন বলি
ঐযে বলে পাহাড়,
পাহাড় ঢলে জল গড়ানো
আমার ক্ষুধার আহার!
মুগ্ধ চোখে রই তাকিয়ে
ঝরণা ধারা সে-ই,
হারিয়ে গেছি সবুজ বনে
এই আমি আর নেই!
Leave a Reply