অর্থহীন জীবনের কথকতা
কাজী রাশেদের কবিতা
মাঝে মাঝে সবকিছুই কেমন অর্থহীন মনে হয়,
অর্থহীন, এই বেঁচে থাকা,
অর্থহীন, প্রান্তিক মানুষের লড়াই,
অর্থহীন, সুখী জীবনের সংসার ,
একটানা একঘেয়ে জন্ম থেকে মৃত্যূ,
প্রজন্ম থেকে প্রজন্ম, অন্তহীন হেটে চলা।
সবকিছু ধরাবাঁধা অর্থহীন ঘোরাফেরা।
এ কোন হতাশার গল্পকথা নয়,
এ কোন নৈরাজ্যবাদীতার শঙ্কা নয়,
জীবনের ঘাটে ঘাটে, থেমে থেমে,
এ দিক থেকে ও দিক চলাচলে,
নানান মানবচরিতের আস্বাদনে,
জীবনের পূর্ণতা পেতে পেতে,
মানব জীবনের ঐতিহাসিক পুর্ণাঙ্গতা।
কখনো কখনো গান কবিতায় বুঁদ হয়ে,
কখনো কখনো মিছিলের শ্লোগানে,
কখনো কখনো ভালোবাসার বন্ধনে,
জীবনের মানে খোঁজা, জীবনের বদলে,
সমাজের মানে খোঁজা, সমাজের বদলে,
খুঁজতে থাকা অর্থহীন জীবনের ব্যালান্সশিট,
পরে থাকে শুধুই শূন্যতা, পরে থাকে ব্যর্থতা।
তারপর –
তারপর বন্ধ হয়ে যায় স্বপ্নের জানালা,
থেমে যায় সব সুর, সব গান, সব কবিতা,
থাকে শুধু সেই অর্থহীন জীবনের কথকতা।
Leave a Reply