আজ লেখক-সাংবাদিক জসিম মল্লিকের জন্মদিন
পাতা প্রকাশ প্রতিবেদক >>
আজ লেখক-সাংবাদিক জসিম মল্লিকের জন্মদিন।
জন্ম বরিশাল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কলেজ জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক-এ নিয়মিত লিখছেন। ১৯৮৩ সালে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় কাজের মধ্য দিয়ে তার সাংবাদিকতার শুরু। দীর্ঘ প্রায় চল্লিশ বছরের সাংবাদিকতা ও লেখালেখির জীবনে তাঁর অভিজ্ঞতা বিশাল। এই বহুমাত্রিক অভিজ্ঞতার উপদান নিয়েই তিনি নির্মাণ করেছেন অনেক গল্প, উপন্যাস এবং সমাজ সচেতন মূলক প্রবন্ধ ও নিবন্ধ। তুলে এনেছেন জীবন, সমাজ আর মানুষের মনোজগতের নানা সুখ দুঃখের কথা। সহজ সরল ভাষা ও ভঙ্গিমায় লেখেন তিনি যা সহজেই পাঠককে আকৃষ্ট করে, নাড়া দেয়। তাঁর সপ্রতিভ, ঋজু, সংহত এবং সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্রের স্বকীয়তা তাকে ভিন্ন মাত্রা দিয়েছে। সাধারণতঃ তিনি সামাজিক এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে লিখতে স্বাচ্ছন্দবোধ করেন। মানুষের সম্পর্কের যে মনোজাগতিক বিষয় আছে সেটাকে তিনি অনুপঙ্খভাবে তুলে আনেন তার লেখায়। এছাড়া প্রকৃতি, গ্রাম, নাগরিক জীবন-যন্ত্রণা এবং নদী ও প্রকৃতি তার লেখার বেশিরভাগ জুড়ে থাকে। এ পর্যন্ত তার প্রায় পঁয়ত্রিশটির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাঠকপ্রিয় এই লেখক বর্তমানে কানাডার নাগরিক এবং টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলোর নির্বাহী সম্পাদক।
Leave a Reply