গন্ধম-ফাঁদে মামুনুল
সালেম সুলেরী
হায় হেফাজত মামুনুল
গন্ধম খেয়ে করলে ভুল,
দ্বিতীয় এক নারীর ফাঁদে কেলেংকারি, হুলস্থুল।
রিসোর্ট মানে বিশ্রামাগ্রার,
প্রমোদ সময় হলোনা পার,
শত্রুরা সব বিপদ হয়ে কি পিটুনি, বলৎকার।
সতের লাশ- পাশ কাটিয়ে বলছে যেন- গলদ কার?
সময় বড়ো হাসে-কাঁদে,
পাপিয়া’রা ফেলছে ফাঁদে…
চলছে নানান নারীর খেলা
সঙ্গ দিয়ে অঙ্গ ভেলা,
প্রলোভনে হাত বাড়ালেই হয়তো বিপদ- রঙ্গমেলা।
ফুল আছে তো, কাঁটাও আছে,
সুখ-নারীদের ঝাটা’ও আছে।
দ্বিতীয় বউ, জটিল সতীন, রক্তপাতের দা-টাও আছে!
খুব সচেতন না হলে বীর কপাল তোমার ফাটাও আছে।
নিজ হেফাজত- প্রথম কথা
নইলে ব্যাঘাত যথা তথা,
আদম-হাওয়ার গন্ধম ভুল-
তওবা তওবা-ও মামুনুল।
এপ্রিল ফুল এপ্রিল ফুল-
গন্ধমে মুখ-করলে কি ভুল!
বৈধ বধু হোক না দেশে কী যে বিপদ কী সংকুল…
হায় মামুনুল হুলস্থুল! রসের আগুন- হুলস্থুল!
Leave a Reply