রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন

নয়া সোয়ামী-মিজানুর রহমান

নয়া সোয়ামী-মিজানুর রহমান

নয়া সোয়ামী
মিজানুর রহমান

আইসো আইসো আইসো হামার
নয়া সোয়ামী ধন
তোমার বাদে বান্দি থুইচুঙ
এই-না নারীর মন…..
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।
রংপুরিয়া চেংরি তোমরা
কোন আসমানের চান
চানমুখি ঐ রুপ দেকিয়া
মনোত ধরিছে টান…
মনোত ধরিছে টান রে মনোত ধরিছে টান।
ও সোয়ামী কওরে কথা
খাও’রে বাটার পান
বগলোত বসিয়া আইজ মুই
গাইম ভাওয়াইয়া গান…
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।
পাগলা হয়া আসনুঙ রে মুই
নয়া সাগাই’র টান
আরো পাগলা করি দেইল রে
তোমার হাতের পান…
মনোত ধরিছে টান রে মনোত ধরিছে টান।
বিছানা পারি থুইচুঙ ঘরোত
ও সোয়ামী ধন
তোমার বাদে মনটা যে মোর
হইছে উচাটন…
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge