প্রকৃতি ও প্রেমের সুখ
শামীম রেজা
আপনাকে সুখ দিবো বলে হায়
ছুটে গেছি ঐ দূর নীল সীমানায়,
সবুজ চাদরে জড়িয়ে আদরে
দিগন্ত যেখানে দুহাত বাড়ায়।
কখনো চাঁদ তারার মেলায়,
কখনো বা সাদা মেঘের ভেলায়,
রাখালের ঐ বাঁশি হয়ে কভু
দখিনা মৃদু বাতাসের দোলায় ।
দেখেছি প্রভাত রাঙা কিরণমালে,
গিরি-প্রান্তরে বিভা গোধূলিকালে।
শুনেছি দোয়েল-কোকিলের গান
নদীর ধারে ঐ শিমূলের ডালে।
বহমান ঝিরি ঝর্ণার তালে
হেঁটেছি কখনও পাহাড়ের ঢালে।
অথবা কোনো গাংচিল হয়ে
উত্তাল ঐ সাগরের জলে।
এতো যে সুখ আমি দিয়েছি তাকে
তবু কেন সে যেন পেতে চায় কাকে।
কি সুখের নেশায় সে আজ হায়
হারাতে অচেনা প্রেমের বাঁকে।
এতো ব্যাকুলতায় না জানি কি হয়,
কাকে প্রেম বুঝে যায় মন খুঁজে,
দিবে কি সে সুখ নাকি দিবে দুখ
যাকে দিবো এই মনটাকে।
মন পাখি আর মানে না মানা,
প্রেম আকাশে চায় মেলিতে ডানা।
কি করে আমি রাখিব ধরে
মন্ত্র যে মোর না জানা।
আমারে আর সে নাহি ভালোবাসে,
সুখের তরীতে আজ নাহি যেন ভাসে।
দিয়েছি যা আমি পেরেছি তাকে
রয়েছে শুধু প্রেম অচেনা।
Leave a Reply