মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

বইবাড়িতে আতাউর রহমান এর কবিতাগ্ৰন্থের প্রকাশনা অনুষ্ঠান

বইবাড়িতে আতাউর রহমান এর কবিতাগ্ৰন্থের প্রকাশনা অনুষ্ঠান

বইবাড়িতে আতাউর রহমান এর কবিতাগ্ৰন্থের প্রকাশনা অনুষ্ঠান
আতাউর রহমান এর প্রথম কবিতাগ্ৰন্থ খুলে দাও আঁধার দুয়ার এর প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় বইবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট‍্য ব‍্যাক্তিত্ব মনোয়ার হোসেন, শিক্ষাবিদ বনোমালি পাল, গবেষক রেজাউল করিম মুকুল, ড. এআইএম মুসা, অধ‍্যক্ষ ড. শাশ্বত ভট্টাচার্য, অধ‍্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, ড. সুলতান তালুকদার, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, উপস্থাপক মাহমুদুন্নবী বাবুল, কবির শ্বশুর আজিজুর রহমান, সহধর্মীনী আনজুমান আরা প্রুমুখ।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব‍্যাক্তিত্ব বিভাগীয় লেখক পরিষদের সভাপতি, প্রাক্তন পৌর চেয়ারম্যান আলহাজ কাজী মোঃ জুননুন, রংপুর জেলা শাখার সভাপতি এটিএম মোর্শেদ, কবি এম এ শোয়েব দুলাল, হাসনাইন রাব্বী, জীবন আহ্’মেদ প্রমুখ।
পুরো প্রকাশনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সংগঠক জাকির আহমদ।
খুলে দাও আঁধার দুয়ার প্রকাশ করেছে স্বনামধন‍্য প্রকাশনা প্রতিষ্ঠান পাতা প্রকাশ।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge