মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন

বইবাড়িতে এম এ হানিফ এর উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান

বইবাড়িতে এম এ হানিফ এর উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান

বইবাড়িতে এম এ হানিফ এর উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান

এম এ হানিফ এর প্রথম প্রকাশিত উপন্যাস আবছায়ার প্রকাশনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় বইবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় লেখক পরিষদের সভাপতিও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আলহাজ কাজী মো. জুননুন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব‍্যাক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্টকবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, লেখক এএসএম হাবিবুর রহমান, এটিএম মোর্শেদ, নাহিদা ইয়াসমীন, মমিনুল পথিক, মাহবুবা লাভীন, মারুফ হোসেন মাহবুব প্রমুখ।
উপস্থিত ছিলেন, সুত্রপাত সম্পাদক শামসুজ্জামান সোহাগ, ছড়াকার শরিফুল আলম অপু, মোনালিসা রহমান, এসএম ইতি, ফিরেদেখা সম্পাদক সাকিল মাসুদ, জীবন আহমেদ, শামিউল ইসলাম প্রমুখ।
পুরো প্রকাশনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক ও সংগঠক জাকির আহমদ।
আবছায়া এম এ হানিফ এর প্রথম উপন্যাস। সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge