মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন

হ্যালো রংপুর গ্রুপ এর উদ্যোক্তা মিলনমেলা ও আলোচনা সভা

হ্যালো রংপুর গ্রুপ এর উদ্যোক্তা মিলনমেলা ও আলোচনা সভা

অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

হ্যালো রংপুর গ্রুপ এর উদ্যোক্তা মিলনমেলা ও আলোচনা সভা
ধাপ লালকুঠি গার্লস স্কুল এন্ড কলেজ এর সেমিনার কক্ষে হ্যালো রংপুর গ্রুপ এর উদ্যোক্তা মিলনমেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হ্যালো রংপুর গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে সম্মানিত অথিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, নারী নেত্রী ইরা হক, উইএসএমএস প্রজেক্ট এর জেন্ডার অ্যাডভোকেট সাজ্জাদ হায়দার স্বাধীন, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, ই-ক্যাব সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান খান।
শুভেচছা বক্তব্য রাখেন,হ্যালো রংপুর গ্রুপের সহ প্রতিষ্ঠাতা আবুল বাশার, হ্যালো রংপুর গ্রুপের মডারেটর নিবেদিতা রয় জুঁই, রাইসুল আহমেদ, খলিলুর রহমান খলিল, নীলুফা ইয়াসমিন( ইতি), অন্তা সিদ্দিক, রায়হান মিয়া, মোঃ সাদিকুল ইসলাম, দিলারা মনি প্রমুখ।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তা আফরোজা নাসরিন, জিন্নাত ফেরদৌস আরা, বাঁধন শেখ, খুরশিদা আরেফিন, মোরশেদা পারভীন, কামরুন নাহার লুনা, হিতৈষী মোহন্ত,মাহফুজা মজিদ মুন, এলিনা ইসলাম, মাহি আহমেদ, পারভিন আক্তার, নাযিয়া খান, সালেহা পারভীন বিথি, লিপি বেগম, দিলরুবা মেহেরুন প্রধান, ফরিদা ইসলাম আদর, মাহাফুজার রহমান, রাকিবুল ইসলাম, নোভা জামান, এশরাত এশা, মাহামুদা খন্দকার, মেহেনুবা রহমান, সাহিত্য শিলা, আশরাফি সুলতানা জুয়েনাকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge