ঘুনপোকা
মাহবুব রহমান
ঘুণপোকা বাসা বেঁধেছে
ভালোবাসার ঘরে,
নির্বোধ বালক আমি
বুঝবো কেমন করে।
নিস্ফলা বৃক্ষের গোড়ায়
জল ঢেলেছি যত
বৃথাই তার হিসাব মেলাই-
আমি অবিরত।
নিজের সাথে বাজি ধরি-
ফুল ফোটাবো তাতে,
অন্ধকারে জ্বালব আগুন
জোসনা হবো রাতে।
তুমি ছিলে আমার আপন
ছিলে আমার ঘরে,
এখন দেখি তুমি আছ
অনেক দূরের পরে।
সূর্যাস্তের বিসন্মতা
ছড়িয়ে আকাশে,
অশ্রুভেজা মেঘ কাঁদে আজ
দক্ষিণা বাতাসে।
Leave a Reply