রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন

দুটি কবিতা-সুমিত বৈদ্য

দুটি কবিতা-সুমিত বৈদ্য

দুটি কবিতা
সুমিত বৈদ্য

১. আমার বাংলা
আমার বাংলা, সোনার বাংলা
কত শহীদের পূণ্যভূমি,
নিমাই-রবি-সুভাষ-নজরুল
সবার ধাত্রী তুমি।
তবু আজ টিকি-দাড়ি ফাঁদ পেতে,
শকুনের সাথে বসে আছে পথে।
দেশভাগ-স্বাধীনতা সবকিছু হল ইতিহাস,
শুধু মানবতা মাথা কুড়ে করে হাঁসফাস।
রাম আর নবীর নামে মিথ্যা দ্বন্দ্বে,
বাতাস ভরে ওঠে বারুদের গন্ধে।
অশান্ত বাংলায় পুড়ে ছাই প্রিয়ার বাসর –
শুধু দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শ্মশাণ ও কবর।

২. মরিচঝাঁপি
চোখে মেখে একরাশ স্বপ্নের কাজল
ওপার হতে এল কত উদ্বাস্তু দল;
রাজনীতির ফন্দিতে বলী হলো তারা,
ওরা কাঙাল, ওরা বাঙাল, ওরা সর্বহারা।
এপারেতে পেল মিছে আশ্বাস –
মেকি সাম্যবাদ দিল বিশ্বাস ;
ঘামে ভেজা শরীরে গড়ল জীয়ণকাঠি,
লেখেনি কেউ সে ইতিহাস – সে যে মরিচঝাঁপি।
লালায়িত পিশাচের দল –
কেড়ে নিল সবটুকু সম্বল।
বোবা ইতিহাস আজও রক্তে ভিজে,
বুদ্ধিজীবীর দল ব্যস্ত আখের গোছাতে।
কত মানুষের বলিদান পেল ব্যর্থ পরিহাস –
মরিচঝাঁপি আজও উপেক্ষিত ইতিহাস।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge