এবারটা বাঁচলে তবে…
সুশান্ত নন্দী
১.
এবার যদি বাঁচিয়ে দিলে
একশো আট পদ্ম ফুলে
রইলো মানত দুগ্গা তোমার
রাঙিয়ে দেব চরণ দুটো।
দুগ্গা মাগো…
২.
মহামারী ফিরলে জানি
দুর্ভিক্ষ এসেই যাবে,
রাখবো খবর অনাহারির
না হয় নুন পান্তা খাবে
কেউবা দুটো ফুটিয়ে খাবে।
৩.
এবারটা রক্ষা করো
আশীর্বাদটা ছুঁইয়ে রেখো,
আল্লা তোমার দোয়া রেখো,
বাঁচতে চাই সবার মতো
বাঁচিয়ে রেখো বাঁচার মতো।
৪
বাঁচলে তবে আল্লা হাফিজ
হিংসা গুলো দেবোই ছেড়ে।
দুঃখ সব উড়িয়ে দিয়ে
স্বেচ্ছা শ্রমে বন্দি হবো
মনের মতো মানুষ হবো।
৫.
মৃত্যু যদি ফিরিয়ে দেয়;
বিছিয়ে রাখা মায়ের আঁচল-
কুঁড়িয়ে নেবে জীবনটুকু।
দুঃস্থ জনের থাকবো পাশে
দিচ্ছি কথা।
সরিয়ে নেব বদভ্যাসও
বলছি আমি।
৬.
মৃত্যু বিহীন জীবন নাকি?
বলতে পারোই তুমি হেসে,
জানি আমি যাবই চলে
লক্ষ তারার দূরের দেশে!
অনেক অনেক দূরের দেশে…
৭.
এসব কিছু বলছি আমি
খেয়াল বশে বাঁচার তরে;
আমায় যদি যেতেই হয়
সব সম্পদ লুটিয়ে দেব
যাবার আগে বিলিয়ে দেব।
বিলিয়ে দেব…
৮.
তবুও যদি বেঁচেই ফিরি
দিব্যি দিলাম সেসব কথা,
মৃত্যু ভয়ে যা বলেছি
চলবো মেনে যা শুনেছো।
চলবো মেনে সেসব কথা।
৯.
থাকলে বেঁচে
পুনর্জন্ম!
ভালোবাসা ছড়িয়ে দেব,
অহংকার ভাসিয়ে দেব,
বৃদ্ধাশ্রমে সময় দেব,
প্রতিবন্ধীর হাত ধরবো,
দৃষ্টিহীনের পাশে থাকবো,
দিচ্ছি কথা মনে রেখো
মিলিয়ে নিও মিলিয়ে নিও।
দেখবে তুমি পাশেই থেকে।
১০.
এরপরও যেতেই হলে
বলবো হেঁকে এই দারোয়ান?
সবুজ গুলো বাঁচিয়ে রেখো
সভ্যতাও উঠবে জেগে ।
দূষণ সব বন্ধ করো
বেঁচে থাকো আত্মত্যাগে।
১১.
প্রস্ফুটিত হয়নি আজও
এইতো আমি সদ্য কুঁড়ি ,
মেলবো আমার ডানা দুটো
আকাশ জুড়ে ঘোরাঘুরি ।
দেবে আমায় আর কটা দিন!
একটু মায়া একটু মোহ
এসব ছেড়ে ইচ্ছে করে
পুড়িয়ে দিতে এই যে দেহ?
১২.
জানি আমি জানতে চাইবে
শেষ ইচ্ছে কিবা আছে ?
বেঁচে থাকার স্বপ্ন টুকুই
জানিয়ে রাখি তোমার কাছে।
তোমার কাছে…
১৩.
এইতো জীবন এইতো মরণ
এক সুতোতেই যেন বাঁধা ,
মারণ রোগে ছুটছে মানুষ
বেঁচে থাকাই গোলকধাঁধা।
১৪.
মৃত্যু হলে কফিনবন্দি
মিশর দেশের মমি হবো,
জাদুঘরে ফরমালিনে
মহামারীর শব হবো,
কাচের ঘরে বন্দি থেকে
ইতিহাসের শব্দ হব।
১৫.
এইতো ছিলাম ভালোই বেশ
আমরা কেন মৃত্যু হব ?
প্রশ্ন রাখো নিজের কাছে
আমরাই তো বিষাদ ছোঁবো
মশাল ধরে শ্মশান যাব।
শ্মশান যাবো..
১৬.
সাত সকালে ঘুমের ঘোরে
যমরাজ যে এলোই চলে !
স্বপ্ন দেখি কারা যেন
বহন করছে আমার দেহ ।
তন্নতন্ন খুঁজছি আমি
ভালোবাসা পুত্র স্নেহ।।
ভালো..বাসা..পুত্র….স্নেহ
Leave a Reply