পুজোর ছুটিতে
সেকেন্দার আলি সেখ
ধিনতা ধাকুর ধাকুর-
এই ছুটিতে মামা-বাড়ি
যাবোই সোজা পাকুর
সেথায় গিয়ে কাটাবো ছুটি
দেখবো অনেক ঠাকুরl
ধিনতা ধাকুর ধিনা-
এই তোরা দ্যাখ আমার হাতে
রেলের টিকিট কেনাl
আমার সাথে বেড়াতে যাবে
বন্ধু টিনা-টগর-হেনাl
ধিনতা ধাকুর ধাবো-
সেই খুশিতে রেলে বসে
আনন্দে গান গা’বো
ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে
ফুচকা সবাই খাবোl
ধিনতা ধাকুর ধানা-
ঘুরে ঘুরে দেখার ফাঁকে
মশলা মুড়ি চানা
সারা রাতই দেখবো ঠাকুর
করবে না কেউ মানাl
Leave a Reply