ভ্রান্তি বিলাস
কমল কুজুর
কী এক ভ্রান্তিকর মোহময়তায়
পড়ছি জড়িয়ে সারাক্ষণ! নিক্তির
ওজন দেয়া স্বর্ণখণ্ডেরর মতোই;
যেখানে খাদের পরিমাণ বাড়িয়েই চলেছে
অচেনা সেই কারিগর!
ঝড়ো বাতাসে আকাশে উড়িয়ে দেয়া
লেজহীন ঘুড়ি যেন এক,
একা একাই গোত্তা খেয়ে চলেছি
নেচে অদৃশ্য কোনো হাতের
-নাটাইয়ের টানে।
দিনগুলো সব রাতের রহস্যময়তায় থাকে ভরে,
আর রাত্রিগুলো হয় রৌদ্রবরণ!
মানুষকে দেবতা বলে করি ভুল ;
অথচ দেবতারা
কত সহজেই শয়তানের মতোন দেয় ধোঁকা
-আচমকা!
তাইতো সন্তর্পনে সেই ভুলের
দি -ই মাশুল!
এ এক নিদারুণ ভ্রান্তিময়তা আমার!
বেঁচে থেকেও ভাবি গেছি মরে;
কিংবা দৃশ্যপট থেকে সম্পূর্ণ ই
গেছি সরে।
-চিরতরে!
তাই বাঁচার এই প্রাণান্তকর চেষ্টাও
লাগে অবান্তর!
Leave a Reply