শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

পৃথা চট্টোপাধ্যায় এর দুটি কবিতা

পৃথা চট্টোপাধ্যায় এর দুটি কবিতা

পৃথা চট্টোপাধ্যায় এর দুটি কবিতা

১. টিলার ওপারে সূর্যোদয়

নদীজলে ভাসে নিরুপায় কিছু আলো
ঘাটের কিনারে রাখা মেছো ডিঙি
রাতের গভীরে ঘুমপাখিদের আনাগোনা

পালকস্পর্শে তোমার গন্ধ মাখি
বিমূঢ় জটিল গ্রন্থি ক্রমান্বয়ে খুলে যায়
জীবনের অসংলগ্ন টানে
ভেজা পায়ের ছাপ কম্পাঙ্ক এঁকে দেয়
কমনীয় বুকের মাটিতে
আগলভাঙা ঢেউয়ে ভাসে জলঢাকা তোর্সা

মাঝরাতে শোনা যায় তক্ষকের বিবর্তন ডাক

গন্তব্যহীন আলোড়নে দোলে টোপর নৌকা
ঘুম ভাঙা চোখে দেখি টিলার ওপারে সূর্যোদয়

২. ভালবাসা আছে বলেই

একটা টলটলে দিঘির সাথে বন্ধু হলো
এই যে ফুলের কাছে এলেই তারা হাসে
অকারণে দুলে ওঠে পাতা
ভালবাসা আছে বলেই তো এত গান ওরা জানে

কাল একটা বৃক্ষ পতনের শব্দ শুনে চমকে উঠেছিল কেউ কেউ
এতো মাটি কামড়ে পড়ে থাকার সাবধান বাণী
এই যে এত সবুজ তোমার চোখে
তাই ঘাস জমি এত সবুজ

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge