হ্যালো রংপুর গ্রুপের উদ্দ্যোক্তা মিলনমেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত
পাতা প্রকাশ প্রতিবেদক
ফেসবুক ভিত্তিক উদ্দ্যোক্তা কেন্দ্র হ্যালো রংপুর গ্রুপের আয়োজনে উদ্দ্যোক্তা মিলনমেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
হ্যালো রংপুর Hello Rangpur (উদ্দ্যোক্তা কেন্দ্র) এর ফাউন্ডার মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সম্মানিত অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর নারী নেত্রি ইরা হক, মানবাধিকার কর্মী, সংগঠক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, সুত্রপাত সম্পাদক শামসুজ্জামান সোহাগ, লেখক ও সংগঠক জাকির আহমদ।
বক্তব্য রাখেন, কো-ফাউন্ডার আবুল বাশার, মডারেটর মো রাইছুল আহমেদ, মো খলিলুর রহমান খলিল, নিলুফা ইয়াসমিন ইতি, অন্তা সিদ্দিক, মুর সান নিনা, নিবিদিতা রয় জুই।
উদ্দ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, মাহাফুজার রহমান, সিয়াম মাহমুদ, সাবরিন অনু, ফারজানা আপরোজ পুস্প, সারদার আরজুমা অলিয়া প্রমুখ।
অনুষ্উঠানে শতাধিক উদ্দ্যোক্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply