সোনালী ঘোষ এর দুটি কবিতা
১. অর্কিড
তোমাকে ভুলে যাওয়ার কারণ আপাতত নেই
মনে রাখার মতো হাজারটা উপচানো জ্যোৎস্না গড়িয়েছে
আঙুলের ডগায়।এই অঝোর নিস্তব্ধতায় মোমের কান্না
দাগ কেটে গেছে মেঝেতে।
নিবিড় তন্দ্রার গায়ে শরীরী ঈর্ষা
আরো বেশী বেশী করে রাখে প্রতিলিপি
এসব শৌখিনতা, অসহায় হয়ে আসে
অর্কিডে রেখে যাওয়া মায়াবী দুঃখ
ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘ ছায়াপথ আঁকে।
২. একলার দেশ
জারুলের রঙে পেয়েছি যে তীব্র নেশা
তাকে ছুঁতেই, মেলে দিল ডানা
বিকেলের শেষে ঘুঘু ডাকে ,কার্ণিশের নির্জনতায়…
এমন স্বাধীন অনাবিল ডাকে ঝমঝমিয়ে অভিসার নামে
জোনাক জ্বলা পাতার নীচে, পোড়া মন
উপশম চায়, অনন্ত অপেক্ষা দাঁড়ায় গা ঘেঁষে
স্থির হয়ে আসা বিভা হঠাৎ ফিকে হয়ে আসে
ম্রিয়মান দুটি চোখ ইশারায় বারবার
ফিরে যেতে বলে…
ফিরে যেতে বলে…
Leave a Reply