ফেরা
সোমের কৌমুদী
ফিরে গিয়ে ফিরে আসা যাতনার
ফিরে গিয়ে ফিরে আসা দূরত্ব বাড়ায়
পথ আর পথের
মন আর মনের।
কাছে এসে দূরত্ব বাড়ে— দূরত্বের সাথে দূরত্বের।
ফিরে গিয়ে ফিরে আসা বিড়ম্বনার
ফিরে গিয়ে ফিরে আসা দূরত্ব বাড়ায়
মত আর মনের
মত আর পথের।
দিনে দিনে দূরত্ব বাড়ে— গুরুত্বের সাথে দূরত্বের।
Leave a Reply