মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

কামাগ্নি-সুজিত চট্টোপাধ্যায়

কামাগ্নি-সুজিত চট্টোপাধ্যায়

কামাগ্নি
সুজিত চট্টোপাধ্যায়

যুবতী শুভ্র ঘিভাতের নিটোল পাতে
সন্ধ্যার সিঁদুর লাল লঙ্কা, বড্ড বেমানান।
সময়, হাঁটতে হাঁটতে সেই অনেকদূর,
তবুও
সে রোজই আসে কামাতুর নদী মাড়িয়ে
কামরাঙার খোঁজে, দ্বিপ্রহর কামুক রাতে।

মিইয়ে যাওয়া মুড়ি
ঘুড়ি হয়ে ধরতে চায় নীলচে যৌন আকাশ।
ছাদের কোণার ঘোমটা লাজুক আলো আঁধারে
সুইট সিক্সটিনের কমলা কোয়া ঠোঁটে
আঙ্গুর রসের মিষ্টতা।

কামনার আঙুল ছুঁয়ে বর্ষার আনারসি প্রেম
সম্ভোগ আঁকে সমুদ্র মোহনায়।
আগল ভাঙা দরজায়, নিঃশব্দে উঁকি দেয়
সুডৌল বাতাবী চাঁদ, ফিসফাস দখিনা বাতাস।

আয় তবে, নিরাবরণ হই উন্মুক্ত সিল্করুটে।
প্রবালদ্বীপ সরোবরে অবগাহন করি
নগ্ন প্রবল তৃপ্তি তে।
আয় তবে, বেহায়া কামাগ্নি দহন,
বাদশাহী বিরিয়ানি আস্বাদন করি
পান্না চুনীখচিত ক্ষুধিত রেকাবী তে,
ঘুচে যাক জন্মদিন সংখ্যার নিদারুণ ব্যবধান।

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge