ত্রিপুরা ভ্রমণ পর্ব-৮
সুশান্ত নন্দী
ঊনকোটি:
ঊনকোটি শব্দটির বাংলায় অর্থ হচ্ছে এককোটি থেকে এক কম। ত্রিপুরার পর্যটনকেন্দ্র গুলির মধ্যে অন্যতম এটি। এটি একটি শৈব তীর্থ । ইতিহাসে মোড়া এই পর্যটন কেন্দ্রটি আগের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। বর্তমানে ঊনকোটি একটি জেলা । ওই জেলার কৈলাসহরে চারদিকে পাহাড় আর ঝরণার মাঝে ইতিহাস যেন কথা বলে। প্রকৃতি কতটা উদার হলে এমন সৌন্দর্য ছড়াতে পারে তা চাক্ষুষ না হলে বোঝা মুশকিল। কথিত আছে,কয়েক হাজার বছর আগে শিবের ভক্তরা সেখানে এসে পাথরের পাহাড়ের গায়ে বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করেন। ওই খোদাই করা মূর্তিগুলির সংখ্যা এক কোটির চেয়ে একটি কম ছিল। এলাকার বর্ষীয়ান মানুষরা সেই প্রবাদের কথাই বলেন। প্রতি বছর এখানে প্রচুর তীর্থযাত্রীরা অনেক দূর থেকে ছুটে আসেন। এই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে প্রি বছর উৎসব পালিত হয়।
Leave a Reply