রবিবার, ২৮ মে ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

আবু আফজাল সালেহর ৩টি কবিতা

আবু আফজাল সালেহর ৩টি কবিতা

আবু আফজাল সালেহর ৩টি কবিতা

১. সবকিছুই সুন্দর উজ্জ্বল

সবকিছুই সুন্দর, উজ্জ্বল
ছোট হোক, বড় হোক
ফুল বা পাখি, যা-ই হোক।

অট্টালিকার মানুষ
রাস্তার মানুষ
কালো-শাদা মানুষ, প্রণাম
হাঁটুগেড়ে প্রণাম তোমাদের।

মানুষের আগের বিশেষণগুলো বাদ দাও
মানুষের আগের শব্দাবলি বাদ দাও
এরপর কি থাকে?
-মানুষ?
আর যেতে পারবে না আদি ব্যবস্থায়!
একটি শব্দই টিকে থাকবে, যুগযুগ ধরে আছে
মানুষ, অব্যর্থ শব্দ
সবচেয়ে দামিও।

২. আত্মার নিয়ন্ত্রণেই সৌন্দর্য

আমরা সুন্দরের পুজারি
চিরকালই,
সুখ খুঁজি-ফিরি সৌন্দর্যে,
পরের গড়া স্মৃতিসৌধে
আমরা সুখ খুঁজি
সুন্দর দেখতে চাই।

আত্মার নিয়ন্ত্রণেই সৌন্দর্য,
সুন্দরের রকমফের।

৩. খেলাশেষে পড়ে থাকে স্মৃতি

আমাদের খেলাতেই ব্যস্ততা
খেল দেখতেও আমাদের চোখে অভ্যস্ততা
খেলা কারও হাসি, কারও জীবন
খেলা কারও কষ্ট, কারও মরণ

খেলা দেখতেই তুষ্টি
খেল খেলতেই সৃষ্টি
খেলার খেল, খেলের খেলা
খেলাশেষে পড়ে থাকে শুধুই স্মৃতি

শেয়ার করুন ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge